ময়মনসিংহের ভালুকায় জনি মিয়া নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে। নিহত জনি মিয়া গাজীপুরের কাপাসিয়া এলাকায় রফিকুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (২৫আগস্ট) রাত ১১ টার সময় পৌরসভার ৪ নং ওয়ার্ড তোতাখার ভিটার বুলবুলের বাসা থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জনি মিয়া কিছুদিন আগে বিয়ে করে। বিয়ের পর থেকেই স্ত্রীর সাথে মনোমালিন্য চলে আসছিল।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন জানান, ‘লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের পর ঘটনা সত্যতা নিশ্চিত করা যাবে।