আব্দুর রহিম, ঝিনাইদহ প্রতিনিধিঃ
সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্তে ১শ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৫৮ বিজিবি।
বিজিবি সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধিনস্ত যাদবপুর বিওপির হাবিলদার আব্দুর রহমানের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট টহল দল অভিযান চালিয়ে উপজেলার গোপালপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে মান্দারবাড়িয়া গ্রামের কাশেম মোল্লার ছেলে বিশা মোল্লা কে ১শ বোতল ফেনসিডিল সহ আটক করে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আসামীকে জেল-হাজতে পাঠানো হয়েছে।