আব্দুর রহিম:ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ দুজনকে আটক করেছে দত্তনগর পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৮.৩০ ঘটিকার সময় মহেশপুর থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলামের নির্দেশে দত্তনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই সহিদুর রহমান, এ এস আই রাজুসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দত্তনগর পুলিশ ফাঁড়ি সংলগ্ন চার রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে ঢাকা মেট্রো – খ ১৩- ৩৮৪৬ প্রাইভেট কার তল্লাসি করে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
এ সময় প্রাইভেটে থাকা ড্রাইভার নাজমুল হুসাইন ফকির (২৪) পিতা তৈয়ব ফকির গ্রাম ভাবদিয়া খেজুর বাগান পাড়া। আশরাফুল ইসলাম (২১) পিতা আব্দুল হামিদ খান গ্রাম পদ্মপুকুর কাঁঠাল বাগান পাড়া উভয় থানা মহেশপুর জেলা ঝিনাইদহ।
এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে আটক স্থল পরিদর্শন করেন কোটচাঁদপুর সার্কেল অফিসার মোঃ মোহাইমিনুল ইসলাম ও মহেশপুর থানা অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।