আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পটুয়াখালীর বাউফলে দুই জন নিহত হয়েছেন।
এ বিষয়ে পুলিশ জানায়, কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো।
গত শুক্রবার সাধারণ সম্পাদক গ্রুপের লোকজনের ওপর হামলা চালায় সভাপতি গ্রুপের লোকজন। এরই জের ধরে আজ সভাপতি পক্ষের ওপর হামলা চালায় অপরপক্ষ। এতে ঘটনাস্থলেই যুবলীগের দুই কর্মী নিহত হন।