আব্দুর রহিম, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলাধীন ৪নং স্বরুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ এর সৌজন্য সাক্ষাৎ হয়।
বুধবার (১৯ আগস্ট) বিকালে দত্তনগর বাজারে আওয়ামীলীগ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা আব্দুল মান্নান, স্বরুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, মহেশপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান, জেলা কৃষক লীগের নেতা নিখিল কুমার গাঙ্গুলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।