ঢাকা বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ জাতীয় সবকিছু আইন দিয়ে হয় না: শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা

সবকিছু আইন দিয়ে হয় না: শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের অফিসিয়াল স্ট্যাটাস আমাদের জানা নেই। আমি অফিসিয়ালি তাদের কিছু বলিনি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার ভারতে ৪৫ দিন অবস্থান হতে চলেছে। আমরা কী তার অবস্থানের স্ট্যাটাস জানতে চেয়েছি- এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, দেখুন সবকিছুই আইন দিয়ে চলে না। অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক দিন থেকে আছেন। তখন ৪৫ দিনের মধ্যেই কী তাদের সবকিছু শেষ হয়ে গিয়েছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, তিনি সেখানেই আছেন। আমাদের সেভাবেই দেখতে হবে।

উনার অফিসিয়াল স্ট্যাটাস কী আমরা জানি- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, না আমরা জানি না। যেটুকু বলেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, সেটুকুই। আমি অফিসিয়ালি তাদের কিছু বলিনি।

ছাত্র-জনতার আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তদন্ত শুরু করেছে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দল। এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, তাদের সঙ্গে আজ বৈঠক হয়েছে। তারা কাজ শুরু করবে। তাদের কোনও সহায়তার দরকার হলে আমরা সহায়তা দেবো। তাদের কাজে কোনও হস্তক্ষেপ করবো না। তারা কোনও পাবলিসিটিও চায় না। এটা হলে তাদের কাজে বিঘ্ন সৃষ্টি হবে।

এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার কাদের সঙ্গে বৈঠক হবে, সেটা এখনও চূড়ান্ত হয়নি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত