উত্তর গাজায় ড্রোন দিয়ে ফিলিস্তিনি শিশুদের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েল। এ ঘটনায় অন্তত পাঁচ শিশু নিহত হয়েছে। ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থা রোববার এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানিয়েছে, একটি ইসরায়েলি ড্রোন শাতি শরণার্থী শিবিরের একটি ক্যাফের কাছে খেলতে থাকা শিশুদের ওপর গুলি ছোড়ে। হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছে।
গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, আল-ফালুজা এলাকায় পৃথক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে।
ইসরায়েলি বাহিনী গত ১০ দিন ধরে উত্তর গাজায় নতুন করে আক্রমণ করছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, প্রায় চার লাখ মানুষ উত্তর গাজায় আটকা পড়েছে। কারণ বাসিন্দারা দক্ষিণ দিকে পালানোর চেষ্টা করলে তাদের উপর গুলি করা হচ্ছে। এমনকি নিরাপদ এলাকা না থাকায় যারা দক্ষিণে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের ওপরও হামলা চালাচ্ছে ইসরায়েল।