দেশজুড়ে চলমান করোনা সংক্রমণে এবার এই ভাইরাসে শরীয়তপুরে নতুন করে আরও ৩৩ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এই জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১১০১ জন। সেইসাথে সুস্থ হয়েছেন ৮৬২ জন।
জেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. আ. রশিদ জানিয়েছেন, শরীয়তপুরে ২৪ ঘন্টায় নতুন করে ৩৩ জনের শরীরে কভিড ১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এ পর্যন্ত জেলায় ৬ জন মৃত্যুবরণ করেছে।