আব্দুর রহিম, ঝিনাইদহ প্রতিনিধি
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে ঝিনাইদহের মহেশপুর শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে শিশু ও নারী ৭জন বাংলাদেশী নাগরিক ৫৮ বিজিবি’র হাতে আটক।
বিজিবি সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার বিকালে অবৈধভাবে ভারতে গমনকালে উপজেলার নেপার মাঠের ভিতর থেকে ৫৮ বিজিবির অধীনস্থ শ্যামকুড় বিওপির টহল দলের সদস্যরা তাদেরকে আটক করেন।
আটককারীরা হলেন গোপালগঞ্জ জেলার সদর থানার বড় ডোমরাশুর গ্রামের হরেন বিশ্বাসের স্ত্রী রনু বিশ্বাস(৩৫),পুত্র চয়ন বিশ্বাস(২০) ও কন্যা প্রিয়াংশা বিশ্বাস(১৮), প্রিয়াংশা বিশ্বাসের শিশু কন্যা রিমু বিশ্বাস(৩), একই থানার সাতপাড়া গ্রামের অনন্ত বিশ্বাসের কন্যা মিনতি বিশ্বাস(৩০),একই জেলার কাশিয়ানী থানার তিলপাড়া গ্রামের পরিমল রায়ের স্ত্রী নমিতা রায়(৩২) এবং বাঘেরহাট জেলার শরনখোলা থানার নলবুনিয়া গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী সুমি আক্তার(২৫) কে আটক করে।
বিজিবি জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ১জন শিশু, ৫জন মহিলা ও ১জন পুরষ সহ মোট ৭জনকে আটক করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।