নরসিংদীতে পাওনা টাকা চাওয়ায় আমির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৩০ আগস্ট) সকালে পৌর শহরের বানিয়াছল খালপাড় কলেজ রোড এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন শহরতলীর চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সংগীতা এলাকার ফাইজ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার জানান, নিহত আমির হোসেন মাছের ব্যবসা করতেন তাদের পূর্বপরিচিত শাহীন তার কাছ থেকে টাকা দার নেই। আজ আমির হোসেনকে তার পাওনা টাকা দেয়ার কথা বলে বাড়ি থেকে সকালে ফোন করে ডেকে আনে শাহীন।
পরে শহরের খালপাড় কলেজ রোডে একটি সুপার শপের সামনে তার গুলি করে চলে যায়। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এদিকে, সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আতাউর রহমান জানান, নিহত আমির হোসেন ও হত্যাকারী শাহীন তারা মিলে বিভিন্ন স্থানে ছিনতায়, চুরি, ডাকাতিসহ অপরাধ কর্মকাণ্ড করে বেড়াত। আজ তাদের চুরি টাকার ভাগ বাটোয়ারা নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শাহীনের বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় ৫ টি মামলা রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।