আব্দুর রহিম: ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ|
২২ আগস্ট (শনিবার) মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে এস আই(নিঃ) আবুল কাশেম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মহেশপুর পৌরসভাধীন বালিগর্ত (কুকুর পোতা) বাজারস্থ বটতলার সামনে থেকে তাদেরকে আটক করা হয়|
এসময় তাদের কাছ থেকে তিন পোটলায় ২কেজি ৫০০ গ্রাম গাঁজা ও আসামীদের ব্যবহৃত একটি লাল রঙের পুরাতন পালসার মোটর সাইকেল পাওয়া গেছে|
আটককৃতরা হলেন, মানিক হোসেন (২৭), পিতা-আবু সিদ্দিক, মণিরামপুর _থানার দীঘির পাড়ের সোহরাব হোসেন(৩২), পিতা-আব্দুল আজিজ এবং ঝিকরগাছা থানার চন্দ্রপুরের হ্নদয় হোসেন (১৯), পিতা-রবিউল ইসলাম।
ওসি সাইফুল জানান, আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে এবং তাদেরকে কোট হাজতে পাঠানো হয়েছে।