সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী নামকস্থানে অ্যাডমিরাল এম এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে আগামী ২৩ অক্টোবর (বুধবার) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে সুনামগঞ্জে গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে এক প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেন গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃত্ববৃন্দ।
বক্তারা বলেন, অ্যাডমিরাল এম এ খান সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায় করা হয়েছে। ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে গত ৫ আগস্টের পর কিছু দিন টোল আদায় বন্ধ ছিল। তবে সম্প্রতি আবার টোল আদায় শুরু হয়। সিলেট বিভাগীয় কমিশনারকে বিষয়টি অবগত করার পরেও সুরাহা না হওয়ায় কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ বাস-মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, অ্যাডমিরাল এম এ খান সেতু নির্মাণে ব্যয় হয়েছিল মাত্র সাড়ে ৭ কোটি টাকা। গত ৪০ বছরে এই সেতু থেকে হাজার হাজার কোটি টাকা আদায় হলেও এখনও টোল আদায় বন্ধ হয়নি। টোল আদায় বন্ধের দাবিতে সুনামগঞ্জ জেলায় কর্মবিরতির ডাক দিয়েছি।