মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস রোববার ৬০ বছরে বয়সে পদার্পণ করবেন। জন্মদিনে তিনি জর্জিয়ায় দুটি গির্জায় সফর করবেন। তবে তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়ায় ম্যাকডোনাল্ডসে সময় কাটাবেন। মূলত হ্যারিসকে উপহাস করতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
কমলা হ্যারিস জানিয়েছিলেন, তিনি এক সময় মার্কিন চেইন ফাস্টফুড শপ ম্যাকডোনাল্ডসে কাজ করেছেন। তবে ট্রাম্প জানিয়েছেন, তিনি হ্যারিসের এই কথা বিশ্বাস করেন না।
শনিবার ট্রাম্প ব্রিটবার্ট নিউজকে জানিয়েছেন, হ্যারিসকে উপহাস করার জন্য তিনি রোববার পেনসিলভানিয়ার একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁয় কাজ করবেন। ট্রাম্পের উপদেষ্টা জেসন মিলার বলেছেন, ট্রাম্প রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাই জোনে কাজ করবেন।
তবে শেষ বিকেলে পেনসিলভানিয়ার ল্যাঙ্কাস্টারে তার একটি সমাবেশের পরিকল্পনাও রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ১৫ দিন রয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প ও হ্যারিসের মধ্যে ব্যক্তিগত আক্রমণের তীব্রতা বেড়েছে। শুক্রবার হ্যারিস বলেছিলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার জন্য শারীরিকভাবে যোগ্য কিনা সেই বিষয়ে সংশয় রয়েছে।