ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার ইসরায়েলি হামলায় লেবাননের এক শহরের মেয়র নিহত

ইসরায়েলি হামলায় লেবাননের এক শহরের মেয়র নিহত

লেবাননে ইসরায়েলের হামলায় একটি শহরের গভর্নরসহ অন্তত ছয় জন নিহত হয়েছে। বুধবার নাবাতিহ শহরের মেয়র  বেসামরিক নাগরিকদের জন্য সহায়তার উদ্ধারকাজে নিয়োজিত সমন্বয়কারী দলের সঙ্গে বৈঠক করছিলেন।

বিবিসি জানিয়েছে, মেয়র ছাড়াও নিহতদের মধ্যে পৌরসভার চার কর্মী রয়েছে।

নাবাতিহ শহরের গভর্নর হাওয়াইদা তুর্ক জানিয়েছেন, ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালানোর পর নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

তুর্ক জানান, ইসরায়েলি বোমা হামলার কারণে নাবাতিহর অনেক বাসিন্দা পালিয়ে গেছে। বুধবার মেয়র আহমদ কাহিল এবং পৌরসভার কর্মীরা নাবাতিহতে অবস্থান করেছিলেন যারা পালিয়ে যায়নি তাদের সহায়তা করার জন্য।

গভর্নর বলেন, ‘তারা বেসামরিক নাগরিকদের, রেড ক্রস, নাগরিক প্রতিরক্ষায় আঘাত করেছে। এখন তারা একটি সরকারি ভবনকে লক্ষ্যবস্তু করেছে। এটা অগ্রহণযোগ্য। এটি একটি গণহত্যা।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত