ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ আবহাওয়া ও জলবায়ু অর্ধশতাব্দী পর সাহারায় প্রথম বন্যা

অর্ধশতাব্দী পর সাহারায় প্রথম বন্যা

অর্ধ শতাব্দী পর সাহারায় প্রথম বন্যা হয়েছে। নাসার স্যাটেলাইট থেকে বন্যার এই নাটকীয় ছবি ধারণ করা হয়েছে।

অক্টোবরের শুরুতে আবহাওয়া সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, সেপ্টেম্বরে দুই দিনের বৃষ্টিপাত দক্ষিণ-পূর্ব মরক্কোর বেশ কয়েকটি এলাকায় বার্ষিক গড় ছাড়িয়ে গেছে এবং বন্যার সৃষ্টি করেছে। রাজধানী রাবাত থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দক্ষিণের গ্রাম তাগাউনিতে ২৪ ঘন্টা সময়ের মধ্যে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নাসার স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, জাগোরা এবং টাটার মধ্যবর্তী  ইরিকু হ্রদের তলানি ৫০ বছর ধরে শুকনো ছিল। সেই হ্রদ ভরাট হয়ে যাচ্ছে।

মরক্কোর আবহাওয়া সংস্থার কর্মকর্তা হোসাইন ইউয়াবেব অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ‘আমাদের এত অল্প সময়ের মধ্যে এত বেশি বৃষ্টি হয়েছে ৩০ থেকে ৫০ বছর আগে হয়নি।’

তিনি জানান, এই ধরনের বৃষ্টিকে আবহাওয়াবিদরা অতিরিক্ত ক্রান্তীয় ঝড় বলে থাকেন। আগামী মাস ও বছরগুলোতে এই অঞ্চলের আবহাওয়ার অবস্থার পরিবর্তন হতে পারে এটা তারই ইঙ্গিত। কারণ বাতাসে আর্দ্রতা বেশি থাকে, এটি বাষ্পীভবনকে বৃদ্ধি করে এবং আরো ঝড়ের সৃষ্টি করে।

আফ্রিকার সাহারার দৈর্ঘ্য চার হাজার ৮০০ কিলোমিটার। এটি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি, যা উত্তর, মধ্য এবং পশ্চিম আফ্রিকার এক ডজন দেশজুড়ে বিস্তৃত। বিশ্বব্যাপী উত্তাপের কারণে চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে এই দেশগুলোর অনেকেই বারবার খরার কবলে পড়ছে। এর ফলে বিজ্ঞানীরা ভবিষ্যদ্বাণী করেছেন যে ভবিষ্যতে সাহারায় একই ধরনের ঝড় হতে পারে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত