ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ রাজনীতি দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য চাপ দিতে বৈশ্বিক জোট করেছে সৌদি

দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য চাপ দিতে বৈশ্বিক জোট করেছে সৌদি

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত অবসানে দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য চাপ দিতে একটি বৈশ্বিক জোট গঠন করেছে সৌদি আরব। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এ তথ্য জানিয়েছেন।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, জোটটিতে বেশ কয়েকটি আরব ও মুসলিম দেশ এবং ইউরোপীয় অংশীদার রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল জানিয়েছেন, জোটের প্রথম বৈঠকটি হবে রিয়াদ ও ব্রাসেলসে।

বিন ফারহানকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন হল সংঘাত ও দুর্ভোগের চক্র ভেঙ্গে ফেলার এবং একটি নতুন বাস্তবতা প্রয়োগ করার সর্বোত্তম সমাধান, যেখানে ইসরায়েলসহ সমগ্র অঞ্চল নিরাপত্তা ও সহাবস্থান উপভোগ করবে।’

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত সপ্তাহে বলেছিলেন, ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব।

গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল হামলা চালাচ্ছে গাজার ওপর। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত