জেনেট গোমেজ। ছবি: জেনেটস ক্রিয়েশনের সৌজন্যে
এসেছে শরৎ। বর্ষাকে বিদায় দিয়ে প্রকৃতি সেজেছে নানা রঙে। আর প্রকৃতির সব রং ফুঠে ওঠেছে শরৎয়ের পোশাকজুড়ে। নকশাকাররা পোশাকের জমিনে ফুটিয়ে তুলছেন সাদা, নীলের বিভিন্ন শেড, সবুজ, ল্যাভেন্ডার আর গোলাপি রং। শরৎয়ে সুতি, বেক্সি ভয়েল, সিল্ক, ক্রেপ সিল্ক- সব ফেব্রিকের পোশাকেই স্বস্তি পাওয়া যায়। এই সব ফেব্রিকেই তৈরি হচ্ছে শরৎয়ের পোশাক।
জেনেটস ক্রিয়েশনের স্বত্বাধিকারী জেনেটস গোমেজ শরৎয়ের আয়োজন নিয়ে বলেন, ‘বছরের প্রতিটা ঋতু ও উৎসবের আয়োজনে নতুন নতুন ডিজাইন করে থাকি। কারণ এক এক ঋতুতে ক্রেতাদের চাহিদা এক এক রকম থাকে। শরৎয়ে সুতির পাশাপাশি সিল্ক, হাফসিল্ক ফেব্রিককেও প্রাধান্য দিয়েছি। নকশায় শরৎয়ের আমেজ এবং রং রাখা হচ্ছে। পার্থক্য তৈরি হচেছ ফেব্রিকে। কেউ আরামের কথা ভেবে বেছে নিচ্ছেন সুতি আর কেউ বেছে নিচ্ছেন সিল্ক, ক্রেপ সিল্ক। বিশেষ করে দেশের বাইরের ক্রেতাদের প্রথম পছন্দ ক্রেপ সিল্কের টাই-ডাই পোশাক। ’
জেনেটস গোমেজ আরও বলেন, ‘ব্লাউজ, পাঞ্জাবি কিংবা কামিজ পিস বেক্সি ভয়েল ফেব্রিকে তৈরি করছি। রং হিসেবে বেছে নিয়েছি সাদা- নীলের বিভিন্ন শেড, সবুজ, ল্যাভেন্ডার এবং গোলাপি। এই রংগুলো আমাদের চোখের আরামের পাশাপাশি শরীরেও আরাম দেয়। হালকা রংগুলো যেকোন বয়সের মানুষের জন্য মানানসইও বটে।’
সাদা কিংবা নীল, সবুজ কিংবা ল্যাভেন্ডার যেকোন রঙের পোশাকই শরৎয়ের সৌন্দর্য বহন করে।