ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ আরও দেশের বাজারে এসপি ১৬০ লঞ্চ করলো হোন্ডা

দেশের বাজারে এসপি ১৬০ লঞ্চ করলো হোন্ডা

পিজিএম-এফআই প্রযুক্তি নিয়ে দেশের বাজারে নতুন এসপি ১৬০ মোটরসাইকেল বাজারে এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। শনিবার (১৩ জুলাই) রাজধানীর বিআইসিসি-তে নতুন এই বাইকটি লঞ্চ করা হয়।

এসপি ১৬০ মডেলে আছে  ১৬২ দশমিক ৭১ সিসি বিএস-সিক্স পিজিএম-এফআই ইঞ্জিন। সিঙ্গেল সিলিন্ডারের বাইকটি সর্বোচ্চ ১২ দশমিক ৯ হর্সপাওয়ার এবং ১৪ এনএম টর্ক তৈরি করতে পারে।  পাঁচ স্পিড গিয়ার রয়েছে বাইকে। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি মিলবে ১২ লিটার। মোটরবাইকে রয়েছে টেলিস্কপিক ফর্ক এবং মনোশক সাসপেনশন। ব্রেকিংয়ের জন্য ডিস্ক ও ড্রাম ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএএস) পাওয়া যাবে।

বাইকে ফিচার্স রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার, গিয়ার ইন্ডিকেটর এবং এলইডি লাইটিং। মিটারে রয়েছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, ব্যাটারি ভোল্টেজ, এবিএস ইন্ডিকেটর, অ্যাভারেজ মাইলেজ ইন্ডিকেটর, পিজিএম-এফআই ইন্ডিকেটর।

সিঙ্গেল ও ডবল ডিস্ক-এবিএস দুটি ভার্সনে বাইকটি পাওয়া যাবে। এর সিঙ্গেল ডিস্কের দাম ধরা হয়েছে ১ লাখ ৯৭ হাজার টাকা এবং  ডবল ডিস্ক-এবিএস ভার্সনের দাম ধরা হয়েছে ২ লাখ ২৫ হাজার টাকা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত