ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ আরও অবশেষে লঞ্চ হয়ে গেল বিশ্বের প্রথম সিএনজি মোটরসাইকেল

অবশেষে লঞ্চ হয়ে গেল বিশ্বের প্রথম সিএনজি মোটরসাইকেল

অবশেষে ভারতে লঞ্চ হয়ে গেল বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরসাইকেল। শুক্রবার নতুন মোটরসাইকেলের উপর থেকে পর্দা সরাল বাজাজ। বাইকটির নাম রাখা হয়েছে ফ্রিডম ১২৫।

ভারতের বাজারে বাইকটির দাম ঘোষণা করা হয়েছে ৯৫ হাজার রুপি। বাইকের সিটের নীচে রয়েছে সিএনজি সিলিন্ডার। এতে ফুয়েল ট্যাংকও পাওয়া যাবে।

১২৫ সিসির বাইকটিতে ফিচার্স রয়েছে ঠাসা। সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের বাইকটি পেট্রল এবং সিএনজি দুই জ্বালানিতেই চালানো যাবে। বাইকটি সর্বোচ্চ ৯ দশমিক ৫ হর্সপাওয়ার এবং ৯ দশমিক ৭ এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকটিতে রয়েছে এলইডি লাইটিং, রিভার্স এলইডি ফিচার, ডিজিটাল মিটার এবং ব্লুটুথ কানেক্টিভিটি। ব্রেকিংয়ের ক্ষেত্রে বাইকে ডিস্ক ও ড্রাম দু’ধরনের বিকল্পই রয়েছে।

বাজাজের দাবি অনুযায়ী, এই মোটরসাইকেলটি প্রতি কেজি সিএনজিতে ২১৩ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। মোটরসাইকেলের সিটের উচ্চতা ৭৮৫ মিলিমিটার। এতে যে সিএনজি ট্যাংক রয়েছে তার ক্যাপাসিটি ২ কেজি। এছাড়া পেট্রল ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ২ লিটার। সিএনজি এবং পেট্রল মিলিয়ে ৩৩০ কিলোমিটার মাইলেজ দেবে বাজাজ ফ্রিডম। বাইকটিতে রয়েছে একটি সুইচ বাটন থাকবে, যা দিয়ে পেট্রল থেকে সিএনজিতে চালানো যাবে এটি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত