ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ বিজ্ঞান ও প্রযুক্তি সাইবার আক্রমণের শঙ্কায় নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ

সাইবার আক্রমণের শঙ্কায় নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ

সাইবার আক্রমণ ও তথ্য চুরির প্রবণতা বৃদ্ধি পাওয়ায় ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে সরকারের সাইবার নিরাপত্তা প্রকল্প-সার্ট।

বৃহস্পতিবার (১৩ জুন) রাতে সাইবার নিরাপত্তা বুলেটিনে এ পরামর্শ দেওয়া হয়।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হওয়া একাধিক সাইবার আক্রমণের র‍্যানসমওয়্যার, ওয়েব ডিফেসমেন্ট, তথ্য ফাঁস এবং ব্যক্তিগত শনাক্তকরণযোগ্য তথ্য চুরির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় সরকারের সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক।

বিজিডি ই-গভ সার্ট সব সংস্থাকে সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করা, প্রয়োজনীয় প্যাচ আপডেট করা, সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে সতর্ক থাকা এবং সার্বিকভাবে আইটি পরিচালনায় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিজিডি ই-গভ সার্ট বিভিন্ন খাতের মধ্যে ক্রমবর্ধমান সাইবার নিরাপত্তা নিশ্চিতে করণীয় উল্লেখপূর্বক একটি দিক নির্দেশনা প্রকাশ করেছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত