ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দই চিংড়ি

ছবি: সংগৃহীত

গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করা যায় দই চিংড়ি। দই চিংড়ি রান্না করার সময় এই রেসিপিটি আপনাকে সহায়তা দিতে পারে। জেনে নিন রেসিপি।

উপকরণ: ১০টি মাঝারি সাইজের বাগদা চিংড়ি, ৫০০ গ্রাম টক দই, ২ টেবিল চামচ চিনি, ৭-৮টি চেরা কাঁচামরিচ, ২টি তেজপাতা, ১ টেবিল চামচ গরম মশলার গুঁড়া,  লবণ স্বাদমতো, ৩-৪ টেবিল চামচ সাদা তেল।

প্রণালী: প্রথমেই একটি মশলা তৈরি করে নিতে হবে। এজন্য লবঙ্গ, দারচিনি আর এলাচ একসঙ্গে শুকনো তাওয়ায় সামান্য ভেজে নিয়ে গুঁড়া করে মশলা তৈরি করে নিন।

এবার একটি বাটিতে দই আর গরম মশলার গুঁড়া নিয়ে নিন। এর মধ্যে লবণ আর চিনি মিশিয়ে ফেটিয়ে নিন।

একটি কড়াইতে তেল দিয়ে গরম করুন। এরমধ্যে প্রথমে তেজপাতা দিন। তারপর ফেটিয়ে রাখা দই দিয়ে কিছু সময় জ্বাল দিন। তেল ওপরে উঠে এলে কাঁচামরিচ দিন। তারপর কিছু সময় নেড়েচেড়ে নিন। তারপর পরিষ্কার করে রাখা চিংড়িগুলো দিয়ে দিন। ঝোলের রং সোনালি আকার ধারণ করলে দেখুন মাছ সিদ্ধ হয়েছে কিনা। মাছ সিদ্ধ হয়ে এলে চুলা বন্ধ করে দিন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত