সিলেটে অভিযান চালিয়ে ১৩ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ জুন) সকালে জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল থেকে এসব চিনি জব্দ করা হয়।
জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকগুলো জব্দ করা হয়েছে। তবে ১৩ ট্রাকে কত বস্তা চিনি রয়েছে তা নিরূপণ চলছে।
বিজিবি জানায়, সিলেট সেক্টর ১৯ বিজিবির আওতাধীন জৈন্তাপুর রাজবাড়ি ক্যাম্প অভিযান পরিচালনা করে অবৈধ চিনি জব্দ করে। এ সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
এর আগে, গত ৬ জুন সিলেটের জালালাবাদ থানা এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে ১৪ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করে।