রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চলছে বাংলাদেশ-ভারত পররাষ্ট্রসচিবের বৈঠক
বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ও ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে ঢাকা ও দিল্লির মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) চলছে।
ভারতের পররাষ্ট্রসচিব পদ্মায় প্রবেশ করলে তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন। পরে একান্তে কিছু সময় আলাপ-আলোচনা করেন তারা। এরপর এফওসিতে বসে উভয়পক্ষ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাণিজ্য, সীমান্ত, কানেক্টিভিটি, পানিবণ্টনের মতো বিষয়ের পাশাপাশি সাম্প্রতিক বিষয়াবলিও আলোচনায় থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। ঢাকার পক্ষ থেকে সম্পর্ক স্বাভাবিক করে এগিয়ে নেওয়ার বার্তা থাকবে। ভারতের কাছ থেকেও একই ধরনের বার্তা প্রত্যাশা করছে বাংলাদেশ।
বৈঠক শুরুর আগে নিজেদের মধ্যে কিছু সময় আলাপ আলোচনা করেন নেন বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রসচিব
সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে মিশ্রি যোগ দেবেন মধ্যাহ্নভোজে। এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
আজ রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।