ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ আবহাওয়া ও জলবায়ু জলবায়ু পরিবর্তন: উন্নয়নশীল দেশগুলোর বছরে ১ ট্রিলিয়ন ডলার প্রয়োজন

জলবায়ু পরিবর্তন: উন্নয়নশীল দেশগুলোর বছরে ১ ট্রিলিয়ন ডলার প্রয়োজন

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় চলতি দশকের শেষ নাগাদ উন্নয়নশীল দেশগুলোর প্রতি বছর কমপক্ষে এক ট্রিলিয়ন ডলার প্রয়োজন। বাকুতে কপ ২৯ সম্মেলনে অর্থনীতিবিদরা এ কথা বলেছেন।

আজারবাইজানের রাজধানী বাকুতে সোমবার (১১ নভেম্বর) কপ-২৯ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে অনেক বিশ্বনেতা যোগ দিলেও ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জো বাইডেন সম্মেলনে অংশ নেননি। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং একজন প্রতিনিধি পাঠিয়েছেন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন ব্রাসেলসে রাজনৈতিক পরিস্থিতির কারণে যোগ দেননি। কূটনৈতিক বিরোধের কারণে সম্মেলনে আর্থিক চুক্তিতে পৌঁছানোর প্রাথমিক প্রচেষ্টাগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।

এবারের সম্মেলনে অর্থায়নের ওপর জোর দেওয়া হয়েছে। চরম আবহাওয়া মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোতে সবুজ শক্তিতে রূপান্তরে প্রতিবছর অর্থায়ন প্রয়োজন। এ ব্যাপারে ধনী দেশ, উন্নত ঋণদাতা এবং বেসরকারি খাত আবশ্যিকভাবে কতটা সাহায্য করতে পারবে সে বিষয়ে সম্মত হওয়ার ওপরে এবারের সম্মেলনের সাফল্য নির্ভর করছে। তবে সরকারি মতানৈক্য এবং রাজনৈতিক পেশীবাদের উত্থান জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় অর্থায়ন চুক্তিতে পৌঁছা মুশকিল হয়ে পড়বে।

সম্মেলনের প্রধান আলোচক ইয়ালচিন রাফিয়েভ একটি সংবাদ সম্মেলনে বলেছেন,‘দলগুলোকে অবশ্যই মনে রাখতে হবে যে ঘড়ির কাঁটা টিক টিক করছে। তাদের অবশ্যই এই মূল্যবান সময়টিকে একে অপরের সাথে সরাসরি কথা বলতে হবে।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত