ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ বিনোদন প্রেমের গুঞ্জন নিয়ে ফের মুখ খুললেন দীঘি

প্রেমের গুঞ্জন নিয়ে ফের মুখ খুললেন দীঘি

শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। বিভিন্ন সময় তাকে নিয়ে প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। বিশেষ করে ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন জোরালোভাবে ছড়ায়।

তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এর আগেও কথা বলেছেন দীঘি।  ফের বিষয়টি নিয়ে কথা বললেন তিনি। মূলত, একটি অ্যাওয়ার্ড প্রধান অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যক্তিগত জীবনের ব্যাপারটি নিয়ে কথা বলেন।

দীঘি বলেন, ‘আফ্রিদির সঙ্গে আমার কখনো প্রেমের সম্পর্ক ছিল না। সে সব সময় আমার ভালো বন্ধু। আর এখন সে চাপে আছে বা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে আমি তার সঙ্গে বন্ধুত্ব রাখব না, এমন নয়। আমি তার বন্ধু আছি, সব সময় থাকব।’

এর আগে দীঘি বলেছিলেন, ‘এ খবর সম্পূর্ণ মিথ্যা, এটা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে। সে শুধুই আমার বন্ধু।’ কারো সঙ্গে প্রেম করছেন না জানিয়ে দীঘি বলেছিলেন, ‘এটা আমার দ্বারা আসলে সম্ভব না।’

প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতর মেয়ে প্রার্থনা ফারদিন দিঘী। চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত