মারিও বালোতেল্লি
মারিও বালোতেল্লিকে বলা হয় ফুটবলের ব্যাডবয়। মাঠে এবং মাঠের বাইরে শৃঙ্খলা ভেঙে বার বার আলোচনায় এসেছিলেন তিনি।
অবশ্য এক সময়ের অমিত সম্ভাবনাময় এই ফুটবলার ইউরোপের প্রথম সারির ফুটবল থেকে দীর্ঘদিন দূরে ছিলেন। চার বছর পর ইতালিয়ান সিরি’আ লিগে ফিরেছেন জেনোয়ার হয়ে। কিন্তু আলোচনা পিছু ছাড়লো না ফুটবলের ব্যাডবয়ের। জেনোয়ার হয়ে সোমবার (০৪ নভেম্বর) রাতে মাঠে নেমে পাঁচ মিনিটের মাথায়ই হলুদ কার্ড দেখেন তিনি।
পার্মার বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিটে বালোতেল্লিকে মাঠে নামায় জেনোয়া। কিন্তু ম্যাচের যোগ করা সময়ে (৯০+১) ফাউল করে হলুদ কার্ড দেখেন তিনি। অবশ্য ম্যাচটি ১-০ ব্যবধানে জিতেছে জেনোয়া। তাতে রেলিগেশন থেকে একধাপ উপরে অবস্থান নিয়েছে তারা। ১১ ম্যাচ থেকে জেনোয়ার সংগ্রহ ৯ পয়েন্ট। টেবিলে তারা আছে ১৭তম অবস্থানে।
বালোতেল্লি সবশেষ ২০১৯-২০২০ মৌসুমে ব্রেসিয়ার হয়ে খেলেছিলেন সিরি’আ লিগে। ব্রেসিয়া, জেনোয়া ছাড়াও ইতালিয়ান এই ফুটবলার ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, এসি মিলান ও লিভারপুলের মতো বড় ক্লাবে খেলেছেন তার ক্যারিয়ারে।