ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি জেলের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

জেলের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

ইলিশের প্রজনন নিশ্চিতে নদী ও সাগরে মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে রোববার (৩ নভেম্বর) মধ্যরাতে। নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই পটুয়াখালীর জেলেরা মাছ ধরার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

গভীর সাগরে যাওয়া জেলেরা এখনও ঘাটে না ফিরলেও জেলার বিভিন্ন নদী ও কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় মাছ শিকারে যাওয়া জেলেরা ফিরেছেন তীরে। এদের মধ্যে বেশির ভাগ জেলের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ। এতে হাসি ফুটেছে মুখে।

মৎস্য ব্যবসায়ীরা জানান, বর্তমানে বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৭০০ টাকায়, ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৪০০ টাকায়, ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১০০০ হাজার আর জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়। গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার তীরে ফিরলে দাম আরও কমতে পারে বলে আশা প্রকাশ করেন তারা।

কুয়াকাটা বাজারে মাছ নিয়ে আসা জেলে রহমান মিয়া বলেন, আমরা খুটা জাল দিয়ে সাগরের কাছাকাছি এলাকায় মাছ শিকার করি। দীর্ঘ ২২ দিন পর সাগরে জাল ফেলে ভালো মাছ পেয়েছি। এমন মাছ পেলে পেছনের লোকসান কাটিয়ে উঠতে পারব।

সাইমন মিয়া নামে আরেক জেলে বলেন, ভোররাতে সাগরে জাল ফেলি। ভালো মাছ পাওয়ায় সকালেই বাজারে নিয়ে আসি। প্রায় ৯ হাজার টাকার মাছ বিক্রি করেছি।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন দেশের বিভিন্ন নদ–নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার। অবরোধ শতভাগ সফল হয়েছে। আশা করছি জেলেরা তাদের চাহিদা অনুযায়ী মাছ পাবেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত