ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ আরওমানবিক আবেদন তিন সন্তান নিয়ে মানুষের ভাঙা ঘরে নির্ঘুম রাত কাটে বিধবা রুবীর

তিন সন্তান নিয়ে মানুষের ভাঙা ঘরে নির্ঘুম রাত কাটে বিধবা রুবীর

দীর্ঘ ৬ বছর ধরে অসুস্থ থাকার পর ৬ মাসে আগে স্বামী মনির কাজীর অকাল মৃত্যুতে যেন আকাশ ভেঙে পড়ে সাবিনা ইয়াসমিন রুবীর ওপর। সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে রুবীর কাঁধে। তবে দমে যাননি তিনি। শত কষ্টেও চালিয়ে নিচ্ছেন সংসার। পড়াশোনা করাচ্ছেন তিন সন্তানকে। তাদেরকে নিয়ে নির্ঘুম রাত কাটছে তার। ঘরবাড়ি না থাকায় সন্তানদের নিয়ে এখন তিনি কোথায় যাবেন, সেই ভাবনা তাড়া করে বেড়াচ্ছে তাঁকে।

অসহায় রুবী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগর ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে তার বাবার বাড়িতে এক চাচার ভাঙা ঘরে থাকেন। সেটিও নদী ভাঙনে বিলীন হওয়ার পথে।

সংসারের অনিশ্চয়তার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন সাবিনা ইয়াসমিন রুবী। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমার স্বামী অসুস্থ থাকার কারণে সহায়-সম্বল সব কিছু হারিয়ে চিকিৎসা চালাতে হয়েছে। তিনি ৬ মাস আগে মারা যান। বর্তমানে আমার তিনটি সন্তান রয়েছেন। বড় মেয়েটা ঝালকাঠি সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। আর একটা ছেলে নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আর ছোট ছেলেটাও স্কুলে পড়ছে।

তিনি আরও বলেন, সন্তানদের লেখাপড়া করাতে অনেক খরচ। মানুষ যা দেয় তা দিয়ে কোনরকম আমার সংসার চলে। লেখাপড়ার খরচ চালাতে পারছি না। বড় মেয়েটা ও ছেলেটা টাকার অভাবে স্কুল কলেজে যেতে পারছে না। মেয়েটা বড় হয়েছে, বিয়ে দেওয়া লাগবে। তাই আল্লাহর উপর ভরসা করে আছি।

এসময় আরেক প্রশ্নে তিনি বলেন, আমি কোন সরকারি সহায়তা পাচ্ছি না। যদি কোন সহায়তা পেতাম তাহলে কিছুটা হলেও উপকার হতো।

অসহায় রুবীর বাবা ইউসুফ হাওলাদার বলেন, আমার জায়গা জমি সব নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানে থাকার মতো একটু ঘর আছে, তাও মনে হয় চলে যাবে। আমি কোনরকম গরুছাগল পালন করে সংসার চালাই। আমার পক্ষে আমার মেয়ের সংসার দেখা সম্ভব হয় না। আমার মেয়ের জামাই মারা যাওয়া পরে আমার এক চাচাতো ভাইয়ের ভাঙা ঘরে থাকছে ওরা।

নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, চেষ্টা করবো তাকে সরকারি সহায়তা দেওয়ার জন্য। আর সমাজসেবায় যদি কোটা থাকে তাহলে ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত