ছবি: সংগৃহীত
করোনার ধাক্কা কাটিয়ে চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ফিরেছিল ঠিক জায়গায়। তবে সেই সূচি ধরে রাখা সম্ভব হচ্ছে না। ২০২৫ সাল থেকে ফের পিছিয়ে যাচ্ছে বড় দুই পাবলিক পরীক্ষায়।
জানা গেছে, প্রায় দুই মাস পিছিয়ে এপ্রিলের মাঝামাঝি এসএসসি এবং জুনের শেষদিকে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো। তবে কী কারণে পরীক্ষার সময়সূচি পেছাচ্ছে তা জানা যায়নি।
এ প্রসঙ্গে শনিবার (১ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে। তবে এইচএসসি ও সমমান পরীক্ষা হবে ২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েকমাসের রাজনৈতিক অস্থিরতার কারণে ঠিকমতো পাঠদান হয়নি। ফলে সিলেবাস শেষ করা সম্ভব হয়নি। এই কারণে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে হতো। কিন্তু করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে ২০২০ সালের মার্চ থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ এপ্রিল। এরপর গত বছর থেকে এ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল। গত বছর এই পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে। কিন্তু আগামী বছর আবারও তা পিছিয়ে যাচ্ছে।