ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ সারাদেশ ‘মানুষ হিসেবে আমি ব্যর্থ’

‘মানুষ হিসেবে আমি ব্যর্থ’

চিরকুটে ‘দুঃখিত, মানুষ হিসেবে আমি ব্যর্থ’ লিখে আত্মহত্যা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তাজরিয়ান আহমেদ সোয়ারা নামের এক ছাত্রী। তিনি অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

শুক্রবার (১ নভেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের একটি ফ্ল্যাট বাসায় তিনি এ আত্মহত্যা করেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই ছাত্রীর কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, ‘I am sorry, I failed as a human’ (দুঃখিত, মানুষ হিসেবে আমি ব্যর্থ)। চিরকুটের নিচের অংশে সময় ৪টা ৫১ এবং তারিখ ১ নভেম্বর ২০২৪ উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘খবর পেয়ে আমরা ফ্লাটে এসে দেখি মেয়েটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে। পুলিশ ও প্রক্টরিয়াল বডির তদারকিতে তাকে থানায় পাঠানো হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’

আত্মহত্যার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবা-মায়ের মধ্যে সম্পর্কের ফাটলের কারণে মেয়েটি আত্নহত্যা করেছে।’

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যা না আত্মহত্যা, সেটা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধরে নিচ্ছি।’

ওই ছাত্রীর বন্ধুদের বরাতে ওসি বলেন, ‘ওই ফ্ল্যাটে তিন ছাত্রী আলাদা কক্ষে থাকতেন। সকালে তাদের নতুন বাসা দেখতে যাওয়ার কথা ছিল। এজন্য বাকি দুজন তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ভেন্টিলেটর দিয়ে দেখেন, তিনি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে প্রক্টরিয়াল বডি ও পুলিশসহ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত