পুত্র পদ্মকে চোখে হারান পরীমণি। ঘরে বাইরে সবসময় বুকে আগলে রাখেন। জীবনের ধাপে ধাপে বিভিন্ন প্রতিকূলতা পাড়ি দিলেও সন্তানের অসুস্থতা অসহায় করে দেয় তাকে। মন খারাপ করা খবর হলো, ছেলেকে নিয়ে হাসপাতালে পরীমণি। সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন খবরটি।
আজ বুধবার নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন পরী। সেখানে দেখা গেছে, তার ছেলে পদ্মকে। তার বোজা চোখটি ফুলে উঠেছে। ধারণা করা হচ্ছে চোখে আঘাত পেয়েছে একরত্তি। তবে বিস্তারিত লেখেননি অভিনেত্রী। শুধু জানিয়েছেন, ছেলেকে নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি।
এদিকে অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে অনুসারীরা জানতে চেয়েছেন, কী হয়েছে পদ্মর। অনেকে করেছেন আরোগ্য কামনা। তবে সেসবেরও কোনো জবাব দেননি অভিনেত্রী।
আগামী ৮ অক্টোবর মুক্তি পাচ্ছে পরীমণি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। অনম বিশ্বাস পরিচালিত সিরিজটিতে পরীমণির সঙ্গী হয়েছেন মোস্তাফিজ ইমরান নূর। থ্রীলার ঘরনার গল্পে নির্মিত এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা যাবে পরীমণিকে।