প্রাক্তন স্বামী আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর প্রকাশ্যে আসে মালাইকা-অর্জুনের সম্পর্ক। বিভিন্ন স্থানে অর্জুনের বাহুলগ্না হিসেবে দেখা যেতে থাকে মালাইকাকে। সম্পর্কের ব্যাপারে কোনো রাখঢাক করেননি তারা। করছিলেন লিভ ইন। বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে, সম্পর্ক ভেঙে গেছে মালাইকা-অর্জুনের।
সম্প্রতি অর্জুনও দিয়েছেন শিলমোহর। নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছেন। এবার মুখ খুললেন মালাইকা। সামাজিক মাধ্যমে দিলেন এক ইঙ্গিতপূর্ণ পোস্ট।
অর্জুন মন্তব্য করার অল্প সময় পর-ই নিজের ইনস্টাগ্রামে মালাইকা লেখেন, ‘কয়েক সেকেন্ডের জন্য হৃদয় স্পর্শ করেও আজীবন একটা আত্মাকে স্পর্শ করে থাকতে পারে।’ গতকাল ৩০ অক্টোবর এ বার্তা দেন তিনি।
এর আগে সোমবার মুম্বাইয়ের শিবাজি পার্কে দীপাবলির একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জুন কাপুর ও তার ‘সিংহম এগেইন’ সিনেমার টিম। বহু মানুষের ভিড়ের মাঝে কথা বলার সময় কিছু দর্শক ‘মালাইকা’ বলে চিৎকার করতে থাকেন। অর্জুন হেসে তাদের দিকে তাকিয়ে বলেন, ‘আরে আস্তে, আমি এখন সিঙ্গল।’এরপর পর্দার মুন্নির পোস্ট দেখে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন নেটিজেনরা।
ছয় বছরের সম্পর্ক মালাইকা-অর্জুনের। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রেমের টানে ছেড়েছিলেন আরবাজ খানের ঘর। দেড় যুগের সংসার ভেঙে নতুন করে ভালোবাসার ঘর গড়তে চেয়েছিলেন অর্জুনের বুকে। কাগজে কলমে বাঁধা না পড়লেও একই ছাদের নিচে থাকতেন। শেষ পর্যন্ত দুজনের পথ দুদিকে বেঁকে গেল মনে করছেন সবাই।