ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতিতে কাজ করছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতিতে কাজ করছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘাত বন্ধে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। বুধবার দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির চেষ্টা করলেও ইসরায়েল লেবাননের ওপর হামলা জোরদার করেছে। লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেক থেকে বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজার বাসিন্দাদের সমর্থনে পরের দিন থেকে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় হামলা চালাতে শুরু করে হিজবুল্লাহ। সম্প্রতি এই হামলা তীব্র হয়েছে। ইসরায়েলে হামলায় হিজবুল্লাহর কয়েক জন শীর্ষনেতাও নিহত হয়েছেন।

লেবাননে কর্মরত একজন সিনিয়র কূটনীতিক রয়টার্সকে বলেছেন,  দুই মাসের সময়কাল দক্ষিণ লেবাননকে অস্ত্রমুক্ত রাখার জন্য ২০০৬ সালে গৃহীত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের সম্পূর্ণ বাস্তবায়ন চূড়ান্ত করতে ব্যবহৃত হবে।

নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব হচ্ছে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে লড়াইয়ের সমাপ্তির আলোচনার ভিত্তি।

বৈরুতে মার্কিন দূতাবাসের মুখপাত্র সামা হাবিব বলেন, ‘আমরা আবারো বলতে চাই যে আমরা একটি কূটনৈতিক প্রস্তাব চাই যা সম্পূর্ণরূপে ১৭০১ বাস্তবায়ন করে এবং ইসরায়েল ও লেবাননের নাগরিকদের সীমান্তের উভয় পাশে তাদের বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়।’

মার্কিন রাষ্ট্রপতির দূত আমোস হোচস্টেইন নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে কাজ করছেন। চলতি মাসের শুরুতে বৈরুতে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ইসরায়েল বা লেবানন কেউই এই প্রস্তাবটি পুরোপুরি বাস্তবায়ন করেনি। তাই এটি প্রয়োগের জন্য আরো ভাল ব্যবস্থার প্রয়োজন ছিল।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত