অভিনয়ের ঘোড়দৌড় প্রতিযোগিতায় মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে এখন আর পাওয়া যায় না। ধীরেসুস্থে কাজ করছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। রূপসজ্জাশিল্পী হিসেবে নিজেকে প্রস্তুত করতেই তার সেখানে যাওয়া। এরই মধ্যে একটি কর্মশালাও সম্পন্ন করেছেন; পেয়েছেন সনদপত্রও।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে রূপসজ্জা বিষয়ে একটি কর্মশালা করেছেন প্রভা। এরই মধ্যে সফলভাবে কোর্সটি শেষ করেছেন। নিউইয়র্কের প্রতিষ্ঠানটি কাজের স্বীকৃতিস্বরূপ প্রভাকে সনদপত্র প্রদান করেছে।
সাদিয়া জাহান প্রভা বলেন, “অনেক আগে থেকেই মেকআপের ওপর আমার অন্য রকম ভালো লাগা রয়েছে। কিন্তু সময়ের অভাবে এতদিন শেখা হয়নি। অবশেষে ইচ্ছাটা পূরণ হয়েছে। যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান, তাদের স্বপ্নের প্রতিষ্ঠান এই ‘দ্য মেকআপ একাডেমি’। বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানের নাম। ভালো একটি জায়গা থেকে শিখতে পেরে নিজের কাছেও বেশ ভালো লাগছে। মূলত, ভালো লাগা থেকেই এটি শেখা।”
সম্প্রতি প্রভা তার ইনস্টাগ্রাম প্রোফাইলে রূপসজ্জার একটি ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘উপভোগ করছি আমার নতুন শখ।’
যুক্তরাষ্ট্রে থেকে অনুরোধ জানিয়ে প্রভা বলেন, ‘সাময়িক সময়ের জন্য কাজ থেকে দূরে আছি। তা ছাড়া এখন আমি বেছে বেছে কাজ করছি। গৎবাঁধা গল্পে কাজ করে সংখ্যা বাড়াতে চাই না। কর্মশালা এবং পরিবারের জন্য কাজটা আপাতত বন্ধ রয়েছে। কাজের জন্য পরিবারকে সেভাবে সময় দিতে পারি না। সবকিছু মিলিয়ে নিজেকে এবং পরিবারকে সময় দিচ্ছি। তা ছাড়া নতুন কিছু শেখা ও নামের সঙ্গে কিছু যুক্ত করা মানে অভিনয় ছেড়ে দেওয়া নয়। এমন খবর বিব্রত করে। অভিনয় ছেড়ে দিলে আমি নিজেই জানাব। যতদিন দর্শক চাইবেন অভিনয় করব। যখন তারা আর চাইবেন না, কাজ করব না। দর্শকের ভালোবাসার জন্য আজকের আমি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে দূরে থাকবেন।’আগামী নভেম্বরে দেশে ফিরবেন প্রভা। এরপর নতুন কোনো নাটক কিংবা ওয়েব সিরিজের শুটিংয়ে দেখা যেতে পারে বলেও জানান এই অভিনেত্রী।