ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ সারাদেশ সারজিসের রংপুর আগমনের প্রতিবাদে জাপার বিক্ষোভ

সারজিসের রংপুর আগমনের প্রতিবাদে জাপার বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের রংপুর আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টি। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় থেকে দলটির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে মিছিলটি বের হয়। এসময় দলটির নেতাকর্মীদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায়। পরে তারা সমাবেশ করেন।

সমাবেশে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘সমন্বয়ক সারজিসের একা রংপুরে আসার ক্ষমতা নেই। এ কারণে পুলিশের আইজিপি’র সঙ্গে তিনি এখানে এসেছেন। এটা কাপুরুষতার পরিচয়। রংপুরের মাটিতে তাদের যদি কোনো সমাবেশ হয়, তবে সেখানেই তাদের প্রতিহত করা হবে।’

এদিকে, আজ সকাল ১১টার দিকে সারজিস আলম পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের বাড়িতে যান। সেখানে তারা আবু সাঈদের কবর জিয়ারত ও স্বজনদের সঙ্গে কথা বলেন।

রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ মাঠে মহানগর পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী এবং অডিটোরিয়ামে ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও আহদের পরিবারের সদস্য, সাংবাদিকদের সঙ্গে বৈঠকেও আইজিপির সঙ্গে ছিলেন সারজিস আলম। অপর সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ’র রংপুরে আসার কথা থাকলেও তিনি আসেননি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত