গাজার খান ইউনিসের আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে। শুক্রবার গাজার চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহতদের মধ্যে ১৪ শিশু রয়েছে। বোমা হামলার কারণে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া নিহতদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য।
হামলার পর ছবিগুলো বেরিয়ে আসছে তা অনেক বেশি ভয়ঙ্কর। গাজার নাসের হাসপাতালে মাটিতে প্রচুর মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। অনেক পরিবারের সদস্যকে মরদেহ দাফনের জন্য নিয়ে যেতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার আগে আগে কোনো সতর্কবার্তা দেয়নি ইসরায়েল।