ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার খান ইউনিসের আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮

খান ইউনিসের আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮

গাজার খান ইউনিসের আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে। শুক্রবার গাজার চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহতদের মধ্যে ১৪ শিশু রয়েছে। বোমা হামলার কারণে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া নিহতদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য।

হামলার পর ছবিগুলো বেরিয়ে আসছে তা অনেক বেশি ভয়ঙ্কর। গাজার নাসের হাসপাতালে মাটিতে প্রচুর মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। অনেক পরিবারের সদস্যকে মরদেহ দাফনের জন্য নিয়ে যেতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার আগে আগে কোনো সতর্কবার্তা দেয়নি ইসরায়েল।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত