ঢাকা মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি ৯ কার্যদিবস পর ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার

৯ কার্যদিবস পর ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার

প্রকাশিত শেষ আপডেট করা হয়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ মে) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। টানা ৯ কার্যদিবস পর আজ পুঁজিবাজারের সূচক ঘুরে দাঁড়িয়েছে।

এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। তবে, উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট থেকে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৯.৬৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১০ পয়েন্টে অবস্থান করছে। এর আগে ২০২১ সালের ৮ এপ্রিল ডিএসইএক্স সূচক ৫ হাজার ২৫৪ পয়েন্টের ঘরে অবস্থান করছিল। ডিএসই শরিয়া সূচক ১৩.৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১.৯৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৭৬টি কোম্পানির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির।

ডিএসইতে এদিন মোট ৫০৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫০.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ২১৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৭৯.৭৫ বেড়ে ১৫ হাজার ৩১২ পয়েন্টে, শরিয়া সূচক ৮.৬৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১০৮.১৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮০৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে ২৩৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯৪টি কোম্পানির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত আছে ২০টির।

দিন শেষে সিএসইতে ৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত