দেশে গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা, মৃত্যু, শনাক্ত সব কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো পরিসংখ্যানে এমনটাই দেখা গেছে।
গেলো ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৪ জন। যা আগের দিনের চেয়ে ২ জন কম। এ নিয়ে দেশে করোনাক্রান্ত হয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৬৫৭ জন।
এছাড়া গেলো ২৪ ঘণ্টায় একদিনে ২ হাজার ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগের ২৪ ঘন্টায় সংখ্যাটি ছিল ২ হাজার ৬৪৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ১৮টি। এর আগের ২৪ ঘন্টায় পরীক্ষা করা হয়েছিল ১২ হাজার ৮৯১ টি।