লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পরবর্তী নেতা আরো দুধর্ষ এবং আরো ভয়ঙ্কর হবেন। ‘হিজবুল্লাহ: প্রতিশোধ নিয়ে জন্মগ্রহণকারী’ বইয়ের লেখক এবং সানডে টাইমসের প্রাক্তন সংবাদদাতা হালা জাবের আল-জাজিরা অনলাইনকে এ কথা বলেছেন।
শুক্রবার লেবাননে হিজবুল্লাহর সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েল। শনিবার ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, হিজবুল্লাহর শীর্ষনেতা হাসান নাসরাল্লাহ এই হামলায় নিহত হয়েছেন। প্রায় ৩২ বছর ধরে হিজবুল্লাহর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন নাসরাল্লাহ।
নাসরাল্লাহর নিহতের ঘটনায় লেবাননের মানুষের প্রতিক্রিয়া জানাতে গিয়ে হালা জাবের বলেছেন, এক প্রজন্ম আছে যারা তার সাথে বেড়ে উঠেছে…তার কথা শুনেছে, তাকে সমর্থন করেছে। তিনি তাদের আশা দিয়েছেন, তিনি তাদের একটি কণ্ঠ দিয়েছেন, তিনি তাদের শক্তি দিয়েছেন, তিনি তাদের একটি দখল থেকে মুক্তি দিয়েছেন।’
তিনি জানান, হিজবুল্লাহ এক ব্যক্তির নেতৃত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠা সংগঠন নয় এবং একজনের হত্যা প্রতিরোধকে শেষ করে না।
হালা জাবের বলেন, ‘ইসরায়েল বিশ্বাস করে যে নাসরাল্লাহ এবং তার সহকর্মী ও অন্যান্য কমান্ডারদের হত্যা করে তারা এই সংগঠনকে শেষ করেছে। তবে ইতিহাস এবং নজির আমাদের দেখিয়েছে যে যখন একজন নেতা যায়, তখন অন্য একজন পদার্পন করে। নতুন নেতৃত্ব সাধারণত আরো দুধর্ষ, আরো দৃঢ় এবং আরো ভয়ঙ্কর হয়।’
তিনি জানান, এমন ঘটনা ঘটেছিল হিজবুল্লাহর পূর্ববর্তী নেতা (আব্বাস) আল-মুসাভিকে ১৯৯২ সালে যখন ইসরায়েল হত্যা করে তারপরে। ওই সময় নাসরাল্লাহ দায়িত্ব গ্রহণ করেছিলেন।
হালা জাবের বলেন, ‘তিনি এটির নেতৃত্ব দিয়েছেন, তিনি এটিকে সংস্কার করেছেন, তিনি এটিকে পরিপক্ক করেছেন এবং তিনি এটিকে আজ একটি শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড় করিয়েছেন।’