বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট থেকে পালিয়ে বাড়িতে গিয়ে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে।
করোনা আক্রান্ত ব্যক্তি পটুয়াখালীর আতাউর রহমান (৬৫)।
বুধবার (১২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন।
ড. শিপন জানান, বুধবার আইইডিসিআর’র পাঠানো তথ্য অনুযায়ী তিনি করোনায় আক্রান্ত ছিলেন। নমুনা দেয়ার পর বাসায় চিকিৎসাধীন ছিলেন তিনি।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি বরিশাল মেডিকেলের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু হাসপাতাল থেকে পালিয়ে যান এবং পরবর্তীতে বাড়িতেই মারা যান তিনি।