ফাইল ফটো
নোয়াখালী হাতিয়ার বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে চারটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় অনেক জেলে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন হাতিয়ার ট্রলার মালিক সমিতির সদস্য লুৎফুল্লাহিল মজিব নিশান।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতিয়ার আমতলিসহ বিভিন্ন পয়েন্টে ট্রলারগুলো ডুবে যায়। নিখোঁজ জেলেদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। তবে তাদের বাড়ি হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বলে জানা গেছে।
স্থানীয়ভাবে জানা গেছে, আমতলী ঘাটের একটি, বুড়ির দোনা ঘাটের দুটি, কাদেরিয়া ঘাটের একটি ট্রলার ডুবে গেছে। এছাড়া, আরো কয়েকটি ট্রলার নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
হাতিয়ার ট্রলার মালিক সমিতির সদস্য লুৎফুল্লাহিল মজিব নিশান বলেন, ‘আজ সন্ধ্যায় বৈরী আবহাওয়ার মধ্যে নিরাপদে ফিরতে গিয়ে ট্রলারগুলো ডুবে যায়। প্রাথমিকভাবে চারটি ট্রলার ডুবে যাওয়ার তথ্য পাওয়া গেছে। অনেক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে স্থানীয়রা কাজ করছেনস। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় বেশি দূর যাওয়া যাচ্ছে না।’
এ বিষয়ে জানতে হাতিয়া কোস্টগার্ড ও হাতিয়া থানায় একাধিকবার ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি।
হাতিয়ার সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা জানান, এখন পর্যন্ত ডুবে যাওয়া চারটি ট্রলারের জেলেরা তীরে ফিরেছেন। একটি মালবাহী ট্রলার ডুবে গেছে বলে জানতে পেরেছি। সেটির লোকজনের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহম্মেদ জানান, হাতিয়ার নিঝুম দ্বীপের কাছাকাছি কয়েকটি ট্রলারডুবির খবর পেয়েছি। ট্রলারগুলোর জেলেদের উদ্ধারে প্রশাসন কাজ শুরু করেছে। এখন পর্যন্ত কারো মৃত্যুর তথ্য পাইনি।