ঢাকা মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ বিনোদন সেরা অভিনেতা নানি, অভিনেত্রী কীর্তি

সেরা অভিনেতা নানি, অভিনেত্রী কীর্তি

সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে (এসআইআইএমএ) সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পেলেন নানি ও কীর্তি সুরেশ। শনিবার (১৪ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হয় এ পুরস্কার প্রদান অনুষ্ঠান। এতে হাজির হয়ে এ পুরস্কার গ্রহণ করেন তেলেগু সিনেমার এই দুই তারকা।

শ্রীকান্ত ওডেলা নির্মিত আলোচিত সিনেমা ‘দসরা’। ৬৫ কোটি রুপি বাজেটের এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন নানি ও কীর্তি সুরেশ। গত বছরের ৩০ মার্চ মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিসে আয় করে ১১৭ কোটি রুপি। আর এ সিনেমার জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস পেয়েছেন নানি-কীর্তি।

তা ছাড়াও তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সেরা অভিনেতার (সমালোচক) পুরস্কার পেয়েছেন আনন্দ দেবরকোন্ডা, সেরা অভিনেত্রী (সমালোচক) ম্রুণাল ঠাকুর, সেরা পার্শ্ব-অভিনেতা দীক্ষিত শেঠি, সেরা পরিচালক সাই রাজেশ প্রমুখ। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সেরা অভিনেতা রক্ষিত শেঠি, সেরা অভিনেত্রী চৈত্র আচার, সেরা পরিচালক হেমন্ত রাও প্রমুখ।

তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিকে ঘিরে সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। ২০১২ সালে দুবাইয়ে এ পুরস্কার প্রদানের প্রথম আসর বসে। এরপর থেকে নিয়মিত এ পুরস্কার প্রদান করে আসছে আয়োজকরা।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত