ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার সুনামগঞ্জে ছুরিকাঘাতে কথিত পীর খুন

সুনামগঞ্জে ছুরিকাঘাতে কথিত পীর খুন

ছাতক উপজেলার উত্তর সৈদেরগাঁও গ্রামে সৈয়দ মাহমুদ হোসেনকে হত্যা করা হয়

সুনামগঞ্জের ছাতক উপজেলায় সৈয়দ মাহমুদ হোসেন ওরফে হাফিজ আব্দুল হান্নান নামে ৮০ বছর বয়সী কথিত পরী খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ধারণ বাজার এলাকার সৈদেরগাঁও গ্রামে তাকে খুন করা হয়।

সৈয়দ মাহমুদ হোসেন তার বাড়ির ঘরে প্রতিদিন সকালে বসতেন। এ সময় আশপাশের গ্রামের লোকজন নানা রোগে আক্রান্ত হলে তার কাছ থেকে এসে পানি-তেল পড়া নিতেন। অন্যান্য দিনের মতো আজও ওই ঘরে সকালে বসেছিলেন। এ সময় এক দুর্বত্ত ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল হান্নানের মৃত্যুর খবর শুনে তার ভক্ত-শুভানুধ্যায়ীরা বাড়ির সামনে ভিড় জমায়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, তাকে কারা, কেন হত্যা করলো বিষয়টি খুঁজে বের করার জন্য পুলিশ কাজ করছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত