ঢাকা মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ দূর্ঘটনা সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

ঢাকার ধামরাইয়ে একটি সিএনজি স্টেশনে হাইয়েস মাইক্রোবাসে সিএনজি নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ফারুক হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন। তিনি ওই গাড়িরই চালক। এ দুর্ঘটনায় কেউ আহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ঢুলিভিটা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এনএন সিএনজি অ্যান্ড রিফুয়েলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এতে পেছনে থাকা আরেকটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়।

নিহত ফারুক হোসেন ধামরাইয়ের নান্নার ইউনিয়নের ধাইরা এলাকার বাসিন্দা। তিনি রেন্ট-এ-কারে প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারুক হোসেন নিজে গাড়ি চালিয়ে সিএনজি গ্যাস ভরানোর জন্য এই সিএনজি স্টেশনে আসেন। পরে স্টেশন থেকে গাড়ির সিলিন্ডারে গ্যাসের সংযোগ দেয় স্টেশনের কর্মী। ফারুক হোসেন গাড়ির পিছনেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় তার গাড়ির সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এতে পেছনে দাঁড়িয়ে থাকা ফারুক হোসেন আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত ফারুক হোসেনের মেয়ের জামাই শাহনেওয়াজ মাহমুদ বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আমার শ্বশুর মারা গেছেন। আমরা এখন মানসিকভাবে বিপর্যস্ত, আপনাদের পরে বিস্তারিত জানাতে পারবো।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির হোসেন বলেন, সকালের দিকে গাড়িতে সিএনজি নেওয়ার সময় ওই গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, সম্প্রতি গাড়ির এলপিজি সিলিন্ডারকে সিএনজি সিলিন্ডারে রুপান্তর করেন ফারুক হোসেন। এটি রিফুয়েলিং করার সময় অতিরিক্ত চাপে বিস্ফোরণ হয়।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মোখলেছুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত