ফাইল ফটো
কক্সবাজার টেকনাফে ইয়াবা গডফাদার হিসেবে খ্যাত, বর্তমানে হত্যাচেষ্টা মামলায় কারাবন্দি সাবেক এমপি আব্দুর রহমান বদিকে কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সুমাইয়া খাতুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গত ২০ আগস্ট চট্টগ্রামের জিইসি মোড় এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব-৭। পরদিন তাকে একটি হত্যাচেষ্টা মামলায় কক্সবাজার আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়। সেই থেকে তিনি কক্সবাজার জেলা কারাগারে বন্দি ছিলেন।
টেকনাফের সাবেক এমপি বদি কক্সবাজারের ইয়াবা গডফাদার হিসেবে খ্যাত। তিনি শীর্ষ মাদক চোরাচালানি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত। এছাড়া তার চার ভাইসহ পরিবারের ২৬ জন সদস্য এই তালিকাভুক্ত।