ঢাকা বুধবার ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ দূর্ঘটনা সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে বিজয়ের গাড়ি

সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে বিজয়ের গাড়ি

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় জোগুলাম্বা গাড়ওয়ালা জেলার উন্ডাভালিতে এ দুর্ঘটনা ঘটে। এতে করে বিজয়ের গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। খবর ইন্ডিয়া টুডের।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “দুর্ঘটনার সময় বিজয় গাড়ির ভেতরেই ছিলেন। কিন্তু তিনি কোনো আঘাত পাননি। একটি বোলেরিও গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করায় দুর্ঘটনাটি ঘটে, যার ফলে অভিনেতার গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।”
বিজয় তার ইনস্টাগ্রাম স্টোরিতে দুর্ঘটনা নিয়ে একটি পোস্ট দিয়েছেন। তাতে এ নায়ক বলেন, “সব কিছু ঠিকঠাক আছে। গাড়িটি ধাক্কা খেয়েছে। কিন্তু আমরা সবাই ভালো আছি। আমি ওয়ার্কআউট করতে গিয়েছিলাম, এখন বাড়ি ফিরেছি। মাথাটা একটু ব্যথা করছে। কিন্তু এটুকু সেরে ওঠার জন্য বিরিয়ানি আর ঘুমই যথেষ্ট। আপনাদের সবার প্রতি ভালোবাসা। এ খবর দেখে কেউ দুশ্চিন্তা করবেন না।”
এ বিষয়ে পুলিশ বলেন, “অভিনেতা বিজয় দেবরাকোন্ডা বিকেল ৩টা নাগাদ পুটাপার্থি থেকে হায়দরাবাদে যাচ্ছিলেন, তখন সামনে থাকা একটি বোলেরিও গাড়ি হঠাৎ ডানে ঘুরে যায়, ফলে তার গাড়ি বোলেরিও গাড়ির বাঁ দিকে ধাক্কা খায়। বিজয় ও আরো দুজন গাড়িতে ছিলেন। সৌভাগ্যবশত, কেউ আহত হননি। এ ঘটনার পরই বিজয় অন্য একটি গাড়িতে উঠে পড়েন। বীমার প্রয়োজনে বিজয়ের টিম পুলিশে একটি অভিযোগ দায়ের করেছেন।”

কয়েক দিন আগে দীর্ঘ দিনের প্রেমিকা রাশমিকা মান্দানার সঙ্গে গোপনে বাগদান সেরেছেন বিজয় দেবরকোন্ডা। এরই মধ্যে সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন এই তারকা অভিনেতা। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি রাশমিকা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত