করোনা ভাইরাসের কারনে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলছে তা ২৫ আগস্টের পর জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাহবুব হোসেন বলেন, আমরা যখনি উচ্চপর্যায় থেকে ক্লিয়ারেন্স পাবো তখনই জানাবো। আমরা কাছাকাছি সময়ে যেয়ে সিদ্ধান্ত ঘোষণা করি। আশা করি ২৫ আগস্টের পরে আমরা এক সময় ঘোষণা করবো কবে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে।
এইচএসসি পরীক্ষার ব্যাপারে সচিব বলেন, আমরা সব সময় আমরা প্রস্তুত। এখন কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছি যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাতে প্রয়োজনে সেন্টার সংখ্যা বাড়িয়ে যাতে পরীক্ষা নেওয়া যায়। যখনই আমরা তারিখ ঠিক করবো, তাতে স্বাস্থ্যবিধি যেন যথাযথ অনুসরণ করতে পারি, সেটি আমরা নিশ্চিত করবো।
আমরা যখনই পরীক্ষ নেব, আমরা প্রকাশ্যে একটি ঘোষণা করবো। কারণ এটা গোপন কোনো সিদ্ধান্ত নয়। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির অ্যাপ্রোভাল এবং অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির দ্বারাই ঘোষণা করবো। এটা গুজব ছড়ানোর কোনো যৌক্তিকতা ও ভিত্তি থাকা উচিত না।
জেএসসি পরীক্ষা নিয়ে সচিব বলেন, শুধু জেএসসি না, অন্যান্য পরীক্ষার ব্যাপারে আমাদের বিশেষজ্ঞারা যে পরামর্শ দিয়েছেন সেগুলো পর্যালোচনা করে আমরা উপযুক্ত সময়ে ঘোষণা করবো আমরা কী করতে যাচ্ছি। আমরা যখনই পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নেব, তখনই আপনাদের জানাবো।