ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ প্রবাস লেবানন থেকে জরিমানা ফি ছাড়াই ফিরতে পারবেন অবৈধ বাংলাদেশিরা

লেবানন থেকে জরিমানা ফি ছাড়াই ফিরতে পারবেন অবৈধ বাংলাদেশিরা

ইসরায়েলের হামলায় লেবাননে পরিস্থিতির অবনতি হচ্ছে

লেবাননে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরতে জরিমানা ফি মওকুফ করার ব্যবস্থা করা হয়েছে। ফলে, বাংলাদেশিরা ভিসা ছাড়াই ফিরতে পারবেন।

শুক্রবার (১৮ অক্টোবর) বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লেবাননে অনিয়মিত কর্মীদের বহির্গমন ভিসা পাওয়ার ক্ষেত্রে বছর অনুযায়ী যে আর্থিক জরিমানার বিধান আছে, তা যুদ্ধাবস্থার অসুবিধার কথা বিবেচনা করে দূতাবাসের বিশেষ উদ্যোগে মওকুফ করার ব্যবস্থা করা হয়েছে।

এর আগে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছিল, লেবানন থেকে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরতে জরিমানা ফি দিতে হবে।

এছাড়া, লেবানন সরকার কর্তৃক (জেনারেল সিকিউরিটি) বহির্গমন ভিসার ক্ষেত্রে যে ভিসা প্রক্রিয়াকরণ ফি নির্ধারণ করা আছে, তা বাংলাদেশ দূতাবাসের অনুরোধে অর্ধেক করার বিষয়ে লেবানন কর্তৃপক্ষ সম্মত হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে অনিয়মিত প্রবাসীরা চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে দেশে প্রত্যাবর্তন করতে ইচ্ছুক হলে তাদেরকে ভিসা প্রক্রিয়া ফি হিসেবে জেনারেল সিকিউরিটি দপ্তরে (আমলনামা) ৫৫ মার্কিন ডলার জমা দিতে হবে। এ বিষয়ে দূতাবাস প্রয়োজনীয় সহায়তা করবে।

লেবাননে চলমান অবনতিশীল যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় যেসব অনিয়মিত প্রবাসীর মেয়াদসহ মূল পাসপোর্ট আছে এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী হয়ে ইতোমধ্যে নির্দিষ্ট ফরম পূরণ করে দূতাবাসে আবেদন করেছিলেন, তাদের মূল পাসপোর্টসহ ১৮, ১৯ ও ২০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১টায় দূতাবাসের অস্থায়ী কনস্যুলার ও কল্যাণ সেবা কেন্দ্রে (মাদ্রাফ স্কেন, ডলফিন সেন্টার বিল্ডিং, চতুর্থ তলা, রাউশি, নর্থ বৈরুত) উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, উক্ত সময়ের মধ্যে মূল পাসপোর্ট জমা দিতে ব্যর্থ হলে দূতাবাসের ব্যবস্থাপনায় বিমানযোগে নিকটবর্তী সময়ে দেশে ফেরত নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে না।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত