ঢাকা মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার রোহিঙ্গাদের এনআইডি প্রাপ্তি ঠেকাতে ইসির সতর্কতা

রোহিঙ্গাদের এনআইডি প্রাপ্তি ঠেকাতে ইসির সতর্কতা

রোহিঙ্গাসহ বিদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তি ঠেকাতে সতর্কতা অবলম্বনের জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৩ নভেম্বর) ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার এ সংক্রান্ত নির্দেশনা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠান।

নির্দেশনায় বলা হয়েছে, চট্টগ্রাম অঞ্চলের সব উপজেলা ও থানা বিশেষ এলাকা হিসেবে ঘোষিত হওয়ায় জারিকৃত পরিপত্র অনুযায়ী, এ, বি ও সি ক্যাটাগরির ভিত্তিতে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম অত্যন্ত গুরুত্ব ও সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে হবে, যাতে মানুষ যথাসময়ে তাদের কাঙ্ক্ষিত সেবা পায়। এ ছাড়া সি ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির জন্য বিশেষ কমিটির সভা যথাসময়ে সম্পন্ন করতে হবে।

এ ও বি ক্যাটাগরির আবেদন উপজেলা নির্বাচন অফিসারের মাধ্যমে যাচাই-বাছাই করে অ্যাপয়েন্টমেন্ট সফটওয়্যার ব্যবহারপূর্বক ছবি তোলার তারিখ ও সময় আবেদনকারীকে জানিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে কিউআর কোডযুক্ত নাগরিক সনদ ও অনলাইন জন্ম নিবন্ধন সনদ অবশ্যই নিতে হবে এবং যাচাই করতে হবে।

চট্টগ্রাম অঞ্চলে কেউ ভোটার হতে চাইলে আগে সবাইকেই রোহিঙ্গা সন্দেহের ভেতর রেখে বিশেষ কমিটির মাধ্যমে যাচাই করে ভোটার করে নেওয়া হতো। এখন রোহিঙ্গা বা ভিনদেশি সন্দেহ হলে তাদের সি ক্যাটাগরিতে ফেলে বিশেষ কমিটির মাধ্যমে আবেদন নিষ্পত্তি করা হয়। এ অঞ্চলে ৩২টি উপজেলায় ৩২টি বিশেষ কমিটির মাধ্যমে সন্দেহভাজনদের আবেদন নিষ্পত্তি করা হয়। যারা প্রকৃত নাগরিক, তাদের আবেদনগুলো এ ও বি ক্যাটাগরির মাধ্যমে নিষ্পত্তি করতে ইসির নির্দেশনা রয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত