ঢাকা সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রচ্ছদ পাঠশালা যেভাবে প্রাথমিক শিক্ষকরা সম্পদ বিবরণী দাখিল করবেন

যেভাবে প্রাথমিক শিক্ষকরা সম্পদ বিবরণী দাখিল করবেন

ফাইল ছবি

সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রক্রিয়া জানানো হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৭ অক্টোবর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর স্মারকে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী নির্ধারিত ফরমেটে নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশনা রয়েছে।

নির্দেশনায় নবম গ্রেড এবং তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাগণ তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিবের নিকট, দ্বিতীয় শ্রেণির গেজেটেড/নন-গেজেটেড কর্মকর্তাগণ (১০ম গ্রেড) নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট এবং গ্রেড ১১ থেকে গ্রেড ২০ পর্যন্ত কর্মচারীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট সম্পদের বিবরণী দাখিলের কথা বলা হয়েছে। সে মোতাবেক সম্পদ বিবরণী দাখিলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করা হলো।

ক) বিভাগীয় কার্যালয়/জেলা প্রাথমিক শিক্ষা অফিস/পিটিআই/উপজেলা/থানা শিক্ষা অফিস/ইউআরসি এর ক্যাডার/প্রথম শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তা (৯ম গ্রেড এবং তদূর্ধ্ব) সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তার দুই প্রস্থ সম্পদ বিবরণী দাখিল করবেন। বিভাগীয় উপপরিচালকগণ তা তালিকাসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাবেন।
খ) বিভাগীয় কার্যালয়/জেলা প্রাথমিক শিক্ষা অফিস/পিটিআই/উপজেলা/থানা শিক্ষা অফিস/ইউআরসির দ্বিতীয় শ্রেণির গেজেটেড/নন-গেজেটেড কর্মকর্তাগণ (১০ম গ্রেড) সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তার সম্পদ বিবরণী দাখিল করবেন। বিভাগীয় উপপরিচালকগণ তা তালিকাসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাবেন।
গ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ স্ব স্ব উপজেলা/থানা শিক্ষা অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকের কাছে তার সম্পদ বিবরণী দাখিল করবেন। নিয়োগকারী কর্তৃপক্ষ না হলেও প্রধান শিক্ষকের অধিকাংশ কার্যক্রম বিভাগীয় কার্যালয় থেকে সম্পাদিত হয় বিধায় এবং প্রধান শিক্ষকের সংখ্যা আধিক্য বিবেচনায় তা বিভাগীয় উপ-পরিচালকগণ নিজ কার্যালয়ে সংরক্ষণ করবেন।
ঘ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ স্ব স্ব উপজেলা/থানা শিক্ষা অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে তার সম্পদ বিবরণী দাখিল করবেন। নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ তা নিজ কার্যালয়ে সংরক্ষণ করবেন।

ঙ) বিভাগীয় কার্যালয়/জেলা প্রাথমিক শিক্ষা অফিস/পিটিআই/উপজেলা/থানা শিক্ষা অফিস/ইউআরসির অধীনস্থ গ্রেড ১১ থেকে গ্রেড ২০ পর্যন্ত কর্মচারীগণ সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তাঁর সম্পদ বিবরণী দাখিল করবেন। বিভাগীয় উপপরিচালকগণ তা তালিকাসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাবেন।

চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সকল কর্মকর্তা ও কর্মচারীগণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখায় তার সম্পদ বিবরণী দাখিল করবেন। নবম গ্রেড এবং তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাগণ দুই প্রস্থ সম্পদ বিবরণী দাখিল করবেন।

আগামী ২৫ নভেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অধিদপ্তরের পরিচালক, বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/পিটিআরই সুপারিনটেনডেন্ট, উপজেলা/থানা শিক্ষা অফিসার/ইউআরসি ইন্সট্রাক্টরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত